বাবা’র শৈশবের স্মৃতিচারণ করলেন কন্যা

বাবা’র শৈশবের স্মৃতিচারণ করলেন কন্যা

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

শিশুদের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশবের স্মৃতিচারণ করেছেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে ধানমণ্ডির ৩২ রোডে বঙ্গবন্ধু স্মারক জাদুঘরে এক অনুষ্ঠানে তিনি স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই। এ সময় শেখ রেহানা তাঁর বাবার রাজনৈতিক জীবনসহ নিজের শৈশবের স্মৃতিগুলো শিশুদের সামনে তুলে ধরেন এবং বঙ্গবন্ধুর মতো বড় মানুষদের জীবন থেকে বেশি করে শিখতে বলেন শিশুদেরকে।

শিশুদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে ও তাদের নিজের স্বাস্থ্যের যত্ন নিতেও বলেন তিনি। স্মৃতিচারণ করে শেখ রেহেনা বলেন, আমি যখন তোমাদের মতো ছোট ছিলাম, তখন আমার বাবা বেশিরভাগ সময়ই কারাগারে থাকতেন, লড়াই করতেন দেশের জন্য।