পিয়ন পদে ৩৭০০ পিএইচডি ডিগ্রিধারীর আবেদন!

পিয়ন পদে ৩৭০০ পিএইচডি ডিগ্রিধারীর আবেদন!

শেয়ার করুন

jobs_hiring_1280-770x433বিশ্বসংবাদ ডেস্ক :

ভারতের উত্তর প্রদেশে পুলিশের টেলিকম শাখায় পিয়ন পদে, ৬২টি শূণ্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এতে  আবেদন জমা পড়েছে ৯৩ হাজার ৫০০। যার মধ্যে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীই রয়েছেন ৩৭০০ জন। নিয়োগ বিজ্ঞপ্তিতে এই পদের সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি পাস।

পুলিশ বিভাগের সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চাকরিটি অনেকটা পোস্টম্যানের মতো। নিয়োগ পাওয়া ব্যক্তিকে পুলিশের টেলিকম বিভাগের বার্তা এক অফিস থেকে অন্য অফিসে নিয়ে যেতে হবে’। পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, ৬২টি পদের বিপরীতে ৯৩ হাজার ৫০০ আবেদন পেয়েছেন তারা। এরমধ্যে ৫০ হাজারের বেশি স্নাতক ও ২৮ হাজার স্নাতকোত্তর প্রার্থী রয়েছেন। এছাড়া পিএইচডি ডিগ্রিধারীদের পাশাপাশি আবেদনকারীদের মধ্যে এমবিএ  ও ব্যাচেলর অব টেকনোলজি প্রার্থীও রয়েছেন।

আবেদনকারীদের মধ্যে মাত্র ৭৪০০ জনের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। বিপুল সংখ্যক অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীর আবেদনের প্রবণতার জন্য বাজারে চাকরির অভাবকেই দায়ী করছেন পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া চাকরিটি পিয়ন পদের হলেও পূর্ণকালীন সরকারি। তাছাড়া নিযোগ পাওয়ার পর, শুরুতেই বেতন হবে ২০ হাজার রুপি।