নাইজেরিয়ায় অপহৃত ৮০ স্কুলছাত্রীকে মুক্তি দিল জঙ্গি গোষ্ঠি

নাইজেরিয়ায় অপহৃত ৮০ স্কুলছাত্রীকে মুক্তি দিল জঙ্গি গোষ্ঠি

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

নাইজেরিয়ায় অপহৃত ৮০ জন স্কুলছাত্রীকে মুক্তি দিল জঙ্গী গোষ্ঠী বোকো হারাম। তিন বছর আগে অপহৃত ২৭৬ জন স্কুলছাত্রীর মধ্যে এই ৮০ জনকে মুক্তি দেওয়া হলো। গতকাল নাইজেরিয়ার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো একথা জানায়।

২০১৪ সালের ১৪ এপ্রিল উত্তর-পূর্ব নাইজেরিয়া চিবক থেকে ২৭৬জন স্কুলছাত্রীকে অপহরণ করা হয়েছিলো। এরমধ্যে ৫৭ জন পালিয়ে আসতে সক্ষম হয়। এরপর থেকে অনেককেই মুক্তি দেওয়া হয়। কেউ কেউ পালিয়েও আসে।

অপহৃত এসব কিশোরীদের মুক্তির ব্যাপারে বোকো হারামের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার সময়েই এই ৮০ জন মুক্তি পেলো। এদিকে অপহৃত চিবক কিশোরীদের মুক্তির বিষয়টি এরই মধ্যে বিশ্বে সাড়া জাগিয়েছে।