করোনা প্রতিরোধে রেমডেসিভির কার্যকর : যুক্তরাষ্ট্র

করোনা প্রতিরোধে রেমডেসিভির কার্যকর : যুক্তরাষ্ট্র

শেয়ার করুন

 

Remdesivir

করোনা আক্রান্তদের চিকিৎসায় পরীক্ষামূলকভাবে তৈরি করা ওষুধ রেমডেসিভির কার্যকর বলে প্রমাণিত। এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় অ্যালার্জি এবং সংক্রামক রোগ ইনস্টিটিউটের পরিচালক অ্যান্থনি স্টিফেন ফাউসি।

বিশ্বের বিভিন্ন প্রান্তের ১ হাজার মানুষের ওপর পরিচালিত গবেষণার তথ্য স্থানীয় সময় বুধবার (২৯ এপ্রিল) হোয়াইট হাউসে তুলে ধরেন ফাউসি। তাদের একাংশকে রেমডেসিভির দেওয়া হয়েছিলও। বাকিদের দেওয়া হয় অন্য ওষুধ।  রেমডেসিভির গ্রহণকারীরা গড়ে ১১ দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

অন্যদিকে, প্লেসেবো গ্রহণকারীদের ছাড়া পেতে সময় লেগেছে গড়ে ১৫ দিন। তবে এই ওষুধ মৃত্যুহার কমাতে পারবে কিনা তা এখনও প্রমাণিত নয়। কয়েকদিন আগেই চীনে প্রথম ট্রায়ালে ব্যর্থ হয় রেমডেসিভির। মূলত ইবোলা সংক্রমণের সময় বানানো হয়েছিল এই ওষুধ।