করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় সাড়ে ২২ লাখ মানুষ

করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় সাড়ে ২২ লাখ মানুষ

শেয়ার করুন

 

Recovered-from-coronavirus

বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এ ভাইরাসে সারাবিশ্বে তিন লাখ ৪৩ হাজার ৮০৪ জন রোগী মারা গেছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫৪ লাখ এক হাজার ৬১২ জন। তাদের মধ্যে বর্তমানে ২৮ লাখ ১০ হাজার ৬৫৭ জন চিকিৎসাধীন এবং ৫৩ হাজার ৫৬২ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ২২ লাখ ৪৭ হাজার ১৫১ জন সুস্থ হয়ে উঠেছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে চার লাখ ৪৬ হাজার ৯১৪ জন, স্পেনে সেরে উঠেছে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, জার্মানিতে এক লাখ ৫৯ হাজার ৯০০, ইতালিতে এক লাখ ৩৮ হাজার ৮৪০, তুরস্কে এক লাখ ১৭ হাজার ৬০২, ব্রাজিলে এক লাখ ৪২ হাজার ৫৮৭, রাশিয়ায় এক লাখ সাত হাজার ৯৩৬ জন, ইরানে এক লাখ চার হাজার ৭২, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ২৬১ এবং ফ্রান্সে ৬৪ হাজার ৫৪৭ জন সুস্থ হয়ে উঠেছে।

এছাড়া কানাডায় ৪৩ হাজার ৩০৫, সুইজারল্যান্ডে ২৮ হাজার, মেক্সিকো ৪৪ হাজার ৯১৯, বেলজিয়ামে ১৫ হাজার ১৫৫, অস্ট্রিয়ায় ১৫ হাজার ৩৭, দক্ষিণ কোরিয়ায় ১০ হাজার ২১৩, অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৪৯৪ এবং মালয়েশিয়ায় পাঁচ হাজার ৯১২ জন সুস্থ হয়ে উঠেছে।