এবার থার্টি ফার্স্টনাইটে পর্যটকশূণ্য থাকবে কক্সবাজার

এবার থার্টি ফার্স্টনাইটে পর্যটকশূণ্য থাকবে কক্সবাজার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

থার্টি ফার্স্টনাইট উপলক্ষ্যে প্রতি বছর লাখো পর্যটক ভিড় জমান কক্সবাজার সমুদ্র সৈকতে। তবে এবার দেখা যাচ্ছে ব্যতিক্রম। ৩০ ডিসেম্বর নির্বাচনের কারণে নিষেধাজ্ঞা দেয়ায় পর্যটক শূণ্য হয়েছে কক্সবাজার ও সেন্টমার্টিন।

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের কারণে কক্সবাজার স্বপ্নের শহর। বছরের শেষ সূর্যকে বিদায় আর নববর্ষকে বরণ করতে প্রতিবছরই শেষ দিনটিতে কক্সবাজার সমুদ্রতটে বসে লাখো পর্যটকের মেলা। নির্বাচনের কারণে, এবার থার্টি ফার্স্টনাইটে প্রায় পোর্যটকশূন্য থাকবে কক্সবাজার। তেমন কোনো আয়োজনও নেই। ফলে হতাশ পোর্যটন সংশ্লিষ্টরা।

৩০ ডিসেম্বর নির্বাচন হওয়ায়, নিরাপত্তার কারণে থার্টি ফার্স্টনাইটে বড় ধরনের অনুষ্ঠানের অনুমতি দেয়নি প্রশাসন।

তবে কক্সবাজারে অবস্থানরত বিদেশি পোর্যটকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।