ছবিতে স্পেনের ঐতিহ্যবাহী ‘লা টমাটিনা’ উৎসব

ছবিতে স্পেনের ঐতিহ্যবাহী ‘লা টমাটিনা’ উৎসব

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

হয়ে গেলে স্পেনের বিখ্যাত টমেটো প্রেমী স্প্যানিশদের অন্যতম প্রাণের উৎসব ‘লা টমাটিনা’।  প্রতি বছরের মতো এবারেও বুধবার স্পেনে হয়ে গেল টমেটো মাখামাখির এই উৎসব। ঐতিহ্যবাহী এই উৎসবের নাম ‘লা টমাটিনা’।

জেনারেল ফ্রাঙ্কোর সময়ে ১৯৫০ সালে খেলাটি বন্ধ হলেও পর তা আবারও শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে এ উৎসবের জনপ্রিয়তা বেড়েই চলছে। এবার স্পেনের বুনোল শহরে কেবল স্পেনের বাসিন্দারাই নয়,যুক্তরাষ্ট্র, কানাডা ও মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শত শত পর্যটক এখানে ছুটে আসেন।

ছবিতে দেখা যাক এবারের উৎসবের কিছু দৃশ্য:tomatinafest2908i tomatinafest2908h tomatinafest2908g tomatinafest2908f tomatinafest2908e tomatinafest2908c tomatinafest2908b tomatinafest2908a tomatina2908p tomatina2908o tomatina2908n tomatina2908m tomatina2908l tomatina2908k tomatina2908j tomatina2908f tomatina2908a