হজের আনুষ্ঠানিকতা শুরু ২৯ জুলাই থেকে

হজের আনুষ্ঠানিকতা শুরু ২৯ জুলাই থেকে

শেয়ার করুন

 

Mecca lockdown

এ বছরের ২৯ জুলাই থেকে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। সোমবার এ ঘোষণা দিয়েছে সৌদি সরকার। এ বছর হজ পালন করতে পারবেন ১ হাজার মানুষ।

করোনা সংক্রমণ ঠেকাতে এ বছর শুধু সৌদি আরবে বসবাসরতদের হজ পালনের অনুমতি দেয়া হয়েছে। সোমবার থেকে এক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকবেন হাজিরা। আর হজ পালন শেষে আরও এক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের।

এর আগে গেল ৬ জুলাই, হজের সময় হাজিদের অবশ্যই পালনীয় নানা স্বাস্থ্যবিধির ঘোষণা দেয় সৌদি সরকার। ঘোষণা অনুযায়ী, জামাতে নামাজ পড়ার সময় মাস্ক পরতে হবে এবং প্রত্যেকের মাঝে দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। স্বাস্থ্যবিধি না মানলে কারাদণ্ড এবং জরিমানা দিতে হবে।