র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বিয়ে

র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বিয়ে

শেয়ার করুন

4

ঝালকাঠি প্রতিনিধি।।

বিয়ের পিঁড়িতে বসলেন র‍্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির রাজাপুরের সেই লিমন হোসেন। আজ শুক্রবার বিয়ে করেছেন তিনি। লিমনের স্ত্রীর নাম রাবেয়া বসরী। যশোর জেলার অভয়নগর উপজেলার নওপাড়ায় তাঁর বাড়ি। সেখানেই বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লিমনের গ্রামের বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। এতে তার পরিবার, সহপাঠী ও আত্মীয়-স্বজনরা অংশ নেন।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর তিনি স্ত্রীকে নিয়ে ঢাকার সাভারের উদ্দেশে রওনা হয়েছেন লিমন।

লিমন সাভারের গণবিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে উঠবেন তিনি।

১০ বছর আগে ২০১১ সালের ২৩ মার্চ র‍্যাবের গুলিতে পা হারান ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের লিমন হোসেন। সে বছর এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল তার। ১৭ বছরের সেই কিশোর এখন ২৭ বছরের যুবক। ঘটনাটি দেশজুড়ে আলোচিত হয়।