রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানালেন সাকিব

রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানালেন সাকিব

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইউনিসেফ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় এ আহবান জানান তিনি।

ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন সাকিব আল হাসান। আর সেখানে তাদের মানবেতর জীবন যাপন দেখে তাদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান সাকিব।

এ ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি এখন রোহিঙ্গা ক্যাম্পে আছি। ইউনিসেফের সাথে এসেছি। আমি পুরো জায়গাটা ঘুরে দেখেছি তাদের দুর্বিষহ জীবন-যাপনের অবস্থা। আমি চাই আপনারা সবাই সাহায্য করুন।’