বিশ্বে করোনা আরও দীর্ঘস্থায়ী হবে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বে করোনা আরও দীর্ঘস্থায়ী হবে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

শেয়ার করুন

 

Who Chief_2

বিশ্বে করোনাভাইরাস বা কোভিড-১৯ আরও দীর্ঘস্থায়ী হবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। জেনেভায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কথা জানান তেদ্রোস আধানম ঘেব্রেইসাস।

ডব্লিউএইচও মহাপরিচালক বলেন, কিছু দেশ নতুন করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলে এসেছে ভাবলেও আবারো সেখানে সংক্রমণ শুরু হয়েছে।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুতি নিতে গত ৩০ জানুয়ারি বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করাটা যথোপযুক্ত ছিল বললেন জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার প্রধান।

জেনেভায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তেদ্রোস বলেছেন, পশ্চিম ইউরোপের বেশির ভাগ অঞ্চলের মহামারি স্থিতিশীল কিংবা কমতে শুরু করেছে। সংখ্যাটা নিচের দিকে হলেও আফ্রিকা, সেন্ট্রাল ও দক্ষিণ আমেরিকা এবং পূর্ব ইউরোপের অবস্থা দুশ্চিন্তাজনক।

দেশগুলোকে সতর্ক করে তিনি বলেন, বেশির ভাগ দেশই মহামারির প্রাথমিক পর্যায়ে আছে। আর মহামারির শুরুতে যারা আক্রান্ত ছিল তারা এখন আবার নতুন করে সংক্রমিত হচ্ছে। কোনো ভুল করবেন না, আমাদের এখনো অনেক পথ বাকি। এই ভাইরাস আমাদের সঙ্গে অনেকদিন থাকবে।

গত ডিসেম্বরে চীনে উৎপত্তি হওয়া ভাইরাস বিশ্বজুড়ে ২৬ লাখ মানুষকে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ৮৪ হাজারের বেশি।