বিশ্বে করোনায় মৃত্যু ৬ লাখ ছাড়িয়েছে

বিশ্বে করোনায় মৃত্যু ৬ লাখ ছাড়িয়েছে

শেয়ার করুন

 

Corona death-3

বিশ্বে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির ক্রমেই অবনতি ঘটছে। ইউরোপীয় অঞ্চলে পরিস্থিতির যথেষ্ট উন্নতি হলেও যুক্তরাষ্ট্র, এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকায় সংক্রমণ বাড়ছে ঝড়ের গতিতে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকার পরিস্থিতি খুবই নাজুক।

গত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় আড়াই লাখ।

এদিকে নতুন সংক্রমণের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বেড়ে চলেছে বিশ্বজুড়ে। ইতোমধ্যে বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে গেছে।

খবর গার্ডিয়ানের

কয়েক দিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছিল, করোনার প্রকৃত তাণ্ডব এখনো বাকি আছে। যদি সংশ্লিষ্ট দেশগুলো পর্যাপ্ত ব্যবস্থা না নেয় তাহলে ভয়ানক পরিস্থিতি দেখা দেবে। মনে হচ্ছে বিশ্বের অনেকগুলো দেশে পরিস্থিতি সেদিকেই যাচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকা সংক্রমণ এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছেনি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই চার দশে পরিস্থিতির আরও অবনতি হবে বলে আশংকা করছেন তারা।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৮৬৯ জন, যা করোনা মহামারী শুরুর পর একদিনে সর্বোচ্চ রেকর্ড। একই সময়ে বিশ্বে মৃত্যু হয়েছে ৫ হাজার ৭৪২ জনের।

বিশ্ব তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্ত ও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ৩৮৮ জন, মৃত্যু হয়েছে ৯৬৩ জনের, যা আগের দিন ছিল যথাক্রমে ৭২ হাজার ৫ ও ১ হাজার ১ জন।

এ নিয়ে দেশটিতে মোট রোগীর সংখ্যা ৩৭ লাখ ৩০ হাজার ১৩৫ জন, মারা গেছেন ১ লাখ ৪১ হাজার ৫৬২ জন।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৮২৫ জন, মৃত্যু হয়েছে ১ হাজার ২৯৯ জনের, যা আগের দিন ছিল যথাক্রমে ৩৯ হাজার ৭০৫ জন ও ১ হাজার ২৬১ জন। দেশটিতে মোট রোগীর সংখ্যা ২০ লাখ ২১ হাজার ৮৩৪ জন, মৃত্যু হয়েছে ৭৬ হাজার ৯৯৭ জনের।

তৃতীয় স্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৫ হাজার ৪৬৮ জন আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৬৮০ জনের, যা আগের দিন ছিল যথাক্রমে ৩২ হাজার ৬৮২ ও ৬১৪ জন। এ নিয়ে দেশটিতে মোট রোগী ১০ লাখ ৩৯ হাজার ৪৫ জন, মারা গেছেন ২৬ হাজার ২৮৫ জন।

ভারতের পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যের ব্যাপক অংশ বন্যায় তলিয়ে যাওয়ার পর বাধ্য হয়ে অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করেছেন লাখ লাখ মানুষ। এতে ওই অঞ্চলে করোনা সংক্রমণ বেড়ে যেতে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন।

বাংলাদেশের সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গে ক্রমেই পরিস্থিতির অবনতি হচ্ছে। রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছুঁই ছুঁই। গত ২৪ ঘণ্টায় সেখানে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন।

চতুর্থ স্থানে রাশিয়ায় মোট রোগীর সংখ্যা ৭ লাখ ৫৯ হাজারের বেশি, মারা গেছেন ১২ হাজার ১২৩ জন। পঞ্চম স্থানে থাকা পেরুতে মোট আক্রান্ত ৩ লাখ ৪১ হাজার ৫২৫ জন, মারা গেছেন ১২ হাজার ৬১৫ জন।

এদিকে বাংলাদেশেও সংক্রমণের ধারা উর্ধমুখী। তবে পর্যাপ্ত সংখ্যায় পরীক্ষা না হওয়ায় প্রকৃত চিত্র জানা যাচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।