‘বাদশাহি’ সফরে ইন্দোনেশিয়ায় সৌদি বাদশাহ সালমান

‘বাদশাহি’ সফরে ইন্দোনেশিয়ায় সৌদি বাদশাহ সালমান

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

হাজার খানেক সফরসঙ্গী নিয়ে এক মাসের এশিয়া সফরের বের হয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। এখন তিনি ইন্দোনেশিয়ায় অবস্থান করছেন। বাদশাহ সালমান বুধবার ইন্দোনেশিয়ায় পৌছলে, জাকার্তা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

বিমান থেকে নামার সময় তাঁর জন্য বিশেষভাবে তৈরি চলন্ত সিঁড়ি ব্যবহার করা হয়। বৃহস্পতিবার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে সাক্ষাতসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেন সৌদি বাদশাহ। এই সফরে সৌদি বাদশাহ’র সফরসঙ্গী হয়েছেন ২৫ সৌদি যুবরাজ ও ১০ মন্ত্রীসহ অন্তত এক হাজার মানুষ। এদের অনেকেই সঙ্গে গেছেন কেবল মালামাল বহনের জন্য। সফরে কার্গো বিমানে করে দুটি বিলাসবহুল মার্সিডিস লিমুজিন গাড়ি এবং ৪৬০ টন মালামাল নেয়া হয়েছে।

এরমধ্যে ৬৩ টন মালামাল নামানো হয়েছে জাকার্তায়। বাকি ৩৯৬ টন নিয়ে যাওয়া হয় বালি দ্বীপে। সেখানকার একটি অবকাশ যাপন কেন্দ্রে কয়েকদিন অবস্থান করবেন বাদশাহ। তিনি ও তার সফরসঙ্গীরা থাকবেন অন্তত পাঁচটি বিলাসবহুল হোটেলে। এক মাসের সফরে ব্রুনেই, জাপান, চীন এবং মালদ্বীপেও যাবেন সৌদি বাদশাহ।