জব্বারের বলী খেলার ১০৮তম আসরে বিজয়ী দিদার বলী

জব্বারের বলী খেলার ১০৮তম আসরে বিজয়ী দিদার বলী

শেয়ার করুন
Didar-Boli-Featured-edited-690x450
ছবি- ইন্টারনেট।

এটিএন টাইমস ডেস্ক

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১০৮তম আসরের বিজয়ী হয়েছেন কক্সবাজারের দিদার বলী। ১৭ মিনিট স্থায়ী এ লড়াইয়ে তিনি পরাজিত করেন টেকনাফের শামসু বলীকে।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে দুই শতাধিক খেলোয়ার এ বলী প্রতিযোগিতায় অংশ নেয়। বলী খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন। এ বলী খেলাকে ঘিরে লালদীঘি ময়দান ও আশেপাশের প্রায় এক বর্গকিরোমিটার এলাকাজুড়ে বসেছে গ্রামীণ লোকজ মেলা।

বৃটিশ বিরোধী আন্দোলনে চট্টগ্রামের যুব সমাজকে ঐক্যবদ্ধ ও শরীরিকভাবে সড়্গম করে তুলতে ১৯০৯ সালে বদরপাতি এলাকার সওদাগর আব্দুল জব্বআর এ বলী খেলার সূচনা করেন।