করোনা ভ্যাকসিনেশন শুরুই হয়নি ১১ দেশে

করোনা ভ্যাকসিনেশন শুরুই হয়নি ১১ দেশে

শেয়ার করুন

vaccine

 

পৃথিবীতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের বয়স এক বছর চার মাস আর ভ্যাকসিনের শুরু পাঁচ মাস। এরই মধ্যে সারা পৃথিবীতে অন্তত ১০০ কোটি মানুষ টিকা বা ভ্যাকসিনের প্রতিষেধক পেয়েছেন এই ৫ মাসে। তবে, এসবের অর্ধেক পেয়েছেন মাত্র তিনটি দেশের মানুষ। বিপুল মানুষ এখনও রয়েছেন ভ্যাকসিনের আওতার বাইরে। এমনকি, এখন পর্যন্ত বিশ্বের ১১টি দেশে ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরুই হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর পরিসংখ্যানবিদদের হিসাব অনুযায়ী, করোনা প্রতিষেধকের সবচেয়ে বেশি ডোজ পেয়েছেন আমেরিকার মানুষ। সেখানে ২২৫.৬ মিলিয়ন ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। এরপর চীন এবং ভারতের অবস্থান থাকলেও দুই দেশের জনসংখ্যার নিরিখে তা বেশ কম। চীনের মানুষ পেয়েছেন ২১৬.১ মিলিয়ন ডোজ। আর ভারত অনেকটাই পিছিয়ে। মাত্র ১৩৮.৪ মিলিয়ন ডোজ ভ্যাকসিন পেয়েছেন ভারতবাসী।
অবশ্য আরও আশ্চর্যের কথা হলো, এখনও পৃথিবীতে ১১টি দেশে ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরুই হয়নি। এর মধ্যে ৭টি দেশ রয়েছে আফ্রিকা মহাদেশে। ৩টি ওসিয়ানিয়া অঞ্চলের এবং একটি দেশ ক্যারিবিয়ার হাইতি। ১১টি দেশে প্রতিষেধক না পৌঁছনোর অন্যতম কারণ, সেদেশের সরকারের করোনা প্রতিষেধক কেনার আর্থিক সামর্থ্য নেই।

অন্যদিকে, রেকর্ড করেছে ইসরায়েল। সেখানে জনসংখ্যার হিসাবে প্রায় ৬৫ শতাংশ মানুষ এরই মধ্যে প্রতিষেধক পেয়েছেন। এরপরেই আরব, আমেরিকা, ইংল্যান্ড, আমেরিকা এবং চিলির অবস্থান, যেখানে ৪০ শতাংশের বেশি মানুষ প্রতিষেধক পেয়েছেন।

বাকি দেশগুলোর অবস্থা এখনও ইতিবাচক নয়। এমনকি, ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে থাকা দেশগুলোর কোথাও কোথাও ২৫ শতাংশেরও কম মানুষ প্রতিষেধক পেয়েছেন। এর মধ্যে জার্মানি, স্পেন, ফ্রান্স, ইতালির মতো দেশও রয়েছে। আর ভারতে ১০ শতাংশেরও কম মানুষ এখনও পর্যন্ত প্রতিষেধক পেয়েছেন। তবে আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার কিছু দেশে ১ শতাংশেরও কম মানুষ প্রতিষেধক পেয়েছেন বলে জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে যে, ধনী দেশগুলোতে প্রতি চারজনের মধ্যে একজন প্রতিষেধক পেলেও দরিদ্র দেশগুলিতে সংখ্যাটা প্রতি ৫০০ জনে একজন। আর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই মহামারি প্রতিরোধ করতে গেলে এই বৈষম্য দূর করতেই হবে।

প্রসঙ্গত, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (ডব্লিউটিও) জানাচ্ছে, ইতিমধ্যে অন্তত ১০০টি দেশ ভ্যাকসিনের পেটেন্ট সাময়িক স্থগিত রাখার আবেদন জানিয়েছেন। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের সমস্ত আইন বজায় রেখেও এই জরুরি পরিস্থিতিতে তা অসম্ভব নয় বলেই জানাচ্ছে ডব্লিউটিও। কিন্তু ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলো কোনোভাবেই সেই আবেদন মানতে রাজি নয়। ফলে নির্দিষ্ট মূল্য দিতে না পেরে অনেক দেশই প্রতিষেধক পাচ্ছে না।

ললক্ষণীয় বিষয় হলো, বাজার চলতি বিভিন্ন প্রতিষেধকের মধ্যে কার্যকারিতার পার্থক্য থাকছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রচলিত হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা-র তৈরি প্রতিষেধক। অথচ দেখা যাচ্ছে দ্বিতীয় তরঙ্গের সংক্রমণ ঠেকাতে এর কার্যকারিতা ৬০-৭০ শতাংশের বেশি নয়। তবে ১৫৬টি দেশে মানুষ এই প্রতিষেধকই পাচ্ছেন।

ফাইজার বা বায়োএনটেক সংস্থার তৈরি প্রতিষেধকের কার্যকারিতা যেখানে ৯০ শতাংশের বেশি, সেখানে মাত্র ৯১টি দেশের মানুষ এই দুই প্রতিষেধক পাচ্ছেন। তার একমাত্র কারণ দুই প্রতিষেধকের দামের পার্থক্য। এ কারণে, শুধুই অর্থনৈতিক দিক থেকে এই মহামারি রুখতে অন্তত ১০ বছর লেগে যাবে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সাময়িক মুনাফার কথা অগ্রাহ্য করলেই পরিস্থিতি দ্রুত সামাল দেওয়া সম্ভব হবে।

মানুষের জীবনের মূল্য কি ব্যবসায়ীদের কাছে এতটাই সস্তা, বর্তমান পরিস্থিতিতে এই প্রশ্নই উঠছে বারবার। সারা পৃথিবী জুড়ে চলমান কোভিড ভ্যাকসিনেশন প্রক্রিয়াকে আরও বেগবান করার দাবিও জোরদার হচ্ছে। কারণ, এরই মধ্যে একটু একটু করে ছড়িয়ে পড়ছে মহামারির দ্বিতীয় তরঙ্গ। গতবছরের চেয়েও কোনো কোনো দেশে তার ভয়াবহতা অনেক বেশি। ভারতে যা প্রলয়ঙ্করী আকারে হামলা করেছে।

এমন পরিস্থিতিতে প্রশ্ন উত্থাপিত হয়েছে যে, তাহলে কি প্রতিষেধক ঠিকঠাক কাজ করছে না? এই অভিযোগ অবশ্য চিকিৎসকরা মানতে রাজি নন। কারণ পরিসংখ্যান বলছে প্রতিষেধকের কার্যকারিতা যথেষ্ট। কিন্তু সমস্যা থেকে যাচ্ছে ভ্যাকসিনেশন প্রক্রিয়াতেই, যা খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে।।

সংস্থার হিসাব অনুযায়ী, সারা পৃথিবীতে অন্তত ১০০ কোটি মানুষ প্রতিষেধক পেয়েছেন এই ৫ মাসে। কিন্তু এর অর্ধেক পেয়েছেন মাত্র তিনটি দেশের মানুষ। ধনী দেশগুলোতে ভ্যাকসিনেশন প্রক্রিয়া যথেষ্ট সফলভাবে সম্পন্ন হলেও দরিদ্র দেশগুলো আজও ভ্যাকসিনের অভাবে ভুগছে। অনেক দেশ টিকাকরণ শুরুই করতে পারছে না টাকার অভাবে। ফলে সমগ্র বিষয়টি নিয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।