করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৭ লক্ষাধিক মানুষ

করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৭ লক্ষাধিক মানুষ

শেয়ার করুন

Corona free-2
বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে এক কোটি ৪৬ লাখ ৪০ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৫২ লাখ ৯৬ হাজার ৭১৩ জন চিকিৎসাধীন এবং তাদের মধ্যে ৫৯ হাজার ৮১৯ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৮৭ লাখ ৩৫ হাজার ১৫৮ জন সুস্থ হয়েছেন।
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ২ লাখ ১৯ হাজার ৩৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আগের দিন যা ছিল ২ লাখ ৩৩ হাজার ২৪৮ জন, তার আগের দিন ছিল প্রায় আড়াই লাখের মতো।

মৃতের সংখ্যা হিসেব করে দেখা যায়, গত তিন দিনে কমেছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ হাজার ৭৯ জন আগের দিন ছিল ৫ হাজার ৪৮২ এবং তারও আগের দিন ছিল ৭ হাজার ৩৭৯ জন। মোট মৃতের সংখ্যা ৬ লাখ ৮ হাজার ৯০২। মোট সুস্থ হওয়ার সংখ্যা ৮৭ লাখ ৩৫ হাজার ১৫৮ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ১৮ লাখ দুই হাজার ৩৩৮ জন, ব্রাজিলে ১৩ লাখ ৭১ হাজার ২২৯, ভারতে সাত লাখ ৩৯৯, রাশিয়ায় পাঁচ লাখ ৫০ হাজার ৩৪৪ জন, চিলিতে তিন লাখ এক হাজার ৭৯৪, পেরুতে দুই লাখ ৪১ হাজার ৯৫৫, ইরানে দুই লাখ ৩৭ হাজার ৭৮৮, মেক্সিকোতে দুই লাখ ১৭ হাজার ৪২৩, পাকিস্তানে দুই লাখ চার হাজার ২৭৬, তুরস্কে দুই লাখ দুই হাজার ১০, স্পেনে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, ইতালিতে এক লাখ ৯৬ হাজার ৯৪৯, জার্মানিতে এক লাখ ৮৭ হাজার ৮০০, সৌদি আরবে এক লাখ ৯৭ হাজার ৭৩৫, দক্ষিণ আফ্রিকায় এক লাখ ৯১ হাজার ৫৯, বাংলাদেশে এক লাখ ১১ হাজার ৬৪২, কাতারে এক লাখ তিন হাজার ৩৭৭, কানাডায় ৯৭ হাজার ৫১ জন, ফ্রান্সে ৭৯ হাজার ২৩৩ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৭৯৯ সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে ৪৯ হাজার ২৬৯, কুয়েতে ৪৯ হাজার ৬৮৭, সিঙ্গাপুরে ৪৪ হাজার ৮৬, সুইজারল্যান্ডে ৩০ হাজার ৩০০, দক্ষিণ কোরিয়ায় ১২ হাজার ৫৭২, মালয়েশিয়ায় আট হাজার ৫৫৩ জন এবং অস্ট্রেলিয়ায় আট হাজার ৪৪৪ জন সুস্থ হয়ে উঠেছে।