করোনার ভ্যাকসিন তৈরিতে সফলতা দাবি মার্কিন প্রতিষ্ঠানের

করোনার ভ্যাকসিন তৈরিতে সফলতা দাবি মার্কিন প্রতিষ্ঠানের

শেয়ার করুন

CORONA VIRUS VACCINE

 

করোনার ভ্যাকসিন তৈরিতে এবার সফলতা দাবি করেছে মার্কিন ওষুধ নির্মাণকারী প্রতিষ্ঠান, ফাইজার।
তারা জানিয়েছে, কোভিড-১৯ প্রতিরোধী অ্যান্টিবডি তৈরিতে সক্ষম তাদের তৈরি ভ্যাকসিন।
ল্যাব টেস্টে সফলতার পর প্রাথমিকভাবে ৩৬০ স্বেচ্ছাসেবীর দেহে চলছে এটির ক্লিনিক্যাল ট্রায়াল। এদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে। তাদের দাবি, জার্মান প্রতিষ্ঠান বায়ো এনটেকের সাথে যৌথভাবে উদ্ভাবিত প্রতিষেধকটি শরীরে কোভিড-১৯ বিরোধী অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই কার্যকর হলে ছাড়া হবে বাজারে।

ফাইজার জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদই ২ কোটি ডোজ ভ্যাকসিন বাজারজাতকরণ সম্ভব। এর আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মানব শরীরে করোনার ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চালায় ব্রিটেন।