এবার গুগল ডুডলে বাংলাদেশি

এবার গুগল ডুডলে বাংলাদেশি

শেয়ার করুন

frkhanএটিএন টাইমস ডেস্ক:

মৃত্যুর প্রায় সাড়ে তিন দশক পর এখনো, আন্তর্জাতিক অঙ্গনে সম্মানিত এক নাম স্থপতি এফ আর খান। সার্চ ইঞ্জিন গুগলের সর্বশেষ ডুডলে এ কথা আবারো প্রমাণিত হলো।

বিশেষ দিন এবং বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে মাঝে মাঝেই নিজেদের হোমপেজে ডুডল বা প্রতীকী চিত্র প্রকাশ করে বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। বিখ্যাত স্থপতি ও পুরকৌশলী ফজলুর রহমান খানের ৮৮তম জন্মদিন উপলক্ষে ৩ এপ্রিল তাঁকে নিয়ে ডুডল করেছে গুগল।

এফ আর খান নামে পরিচিত এই বাঙালি সন্তান এক সময় পৃথিবীর উচ্চতম ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ার-এর মূল স্থপতি। তাঁকে নিয়ে ডুডলে স্থাপত্যের নকশায় গুগল লেখার মাঝে তুলে ধরা হয়েছে সিয়ার্স টাওয়ারকে।

উপরের দিকে রয়েছে তাঁর কার্টুন অবয়ব। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং-এ মৌলিক অবদানের জন্য এফ আর খানকে বিশ শতকের শ্রেষ্ঠ পুরকৌশলী বলা হয়।