৩২ জেলেসহ দুইটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে এক সপ্তাহ ধরে নিখোঁজ

৩২ জেলেসহ দুইটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে এক সপ্তাহ ধরে নিখোঁজ

শেয়ার করুন

Trolar

।। বরগুনা প্রতিনিধি ।।

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ৩২ জেলেসহ এক সপ্তাহ ধরে নিখোঁজ বরগুনার দুইটি মাছ ধরার ট্রলার। জেলা ট্রলার মালিক সমিতি জানায়, গত শুক্রবার এফবি মায়ের দোয়া নামের ট্রলারটি ১২জন মাঝি নিয়ে বঙ্গোপসাগরে যায়। শনিবার সবশেষ তাদের সাথে যোগাযোগ হয়। এরপর থেকেই নিখোঁজ ট্রলারটি। একই দিন এফবি আবদুল­াহ ট্রলারটি ২০ জন জেলেসহ নিখোঁজ হয়। সমুদ্রযাত্রার পর থেকেই ট্রলারের কারো সাথেই যোগাযোগ করা সম্ভব হয় নি বলে জানা যায়। নিখোঁজ জেলে ও ট্রলারের খোঁজে নিজ উদ্যোগে উদ্ধার অভিযানও শুরু করেছে মালিক সমিতি। এর আগে গত ২৮ সেপ্টেম্বর বৈরি আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে আরও তিনটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। যেখানে মারা যান চার জেলে।