১ দিনের টাকা বাচিয়ে রেখে পথশিশুদের শিক্ষা উপকরণ দিয়েছে লাল সবুজ উন্নয়ন...

১ দিনের টাকা বাচিয়ে রেখে পথশিশুদের শিক্ষা উপকরণ দিয়েছে লাল সবুজ উন্নয়ন সংঘ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

প্রতি মাসে নিজেদের টিফিন থেকে ১ দিনের টাকা বাচিয়ে রেখে সেই টাকায় পথশিশুদের কলম,বই খাতাসহ শিক্ষা উপকরণ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের কর্মীরা।

যারা সবাই বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে সংগঠনটির পক্ষ থেকে শিশুদের মাঝে উপকরণ গুলো বিতরণ করা হয়।

সংগঠনটি জানিয়েছে ২০১১ সাল থেকে প্রায় ৪৫ টি জেলায় সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন সামাজিক উন্নয়মুলক কর্মকান্ড করে আসছে তারা। এই অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা জেলায়ও শুরু হলো লাল সবুজ উন্নয়ন সংঘের কর্মকান্ড।