১৬০টি ইউনিয়ন পরিষদ ও নয়টি পৌরসভা নির্বাচন চলছে

১৬০টি ইউনিয়ন পরিষদ ও নয়টি পৌরসভা নির্বাচন চলছে

শেয়ার করুন

election

নিজস্ব প্রতিবেদক।।

খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারসহ বিভিন্ন জেলার ১৬০টি ইউনিয়ন পরিষদ ও নয়টি পৌরসভা নির্বাচন চলছে মোটামুটি শান্তিপূর্ণ ভাবে। সকাল আটটায় শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে একটানা বিকেল চারটা পর্যন্ত।

ভোটগ্রহণ শুরু পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বেড়ে যায়। তবে সাতক্ষীরা, যশোরসহ বিভিন্ন জেলায় বৃষ্টির কারণে সমস্যার মুখে পড়েন ভোটাররা।

সব কটি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেয়া হচ্ছে। এই পৌরসভাগুলো হলো-ফরিদপুরের ভাঙ্গা, প গড়ের দেবীগঞ্জ, কুমিল্লার নাঙ্গলকোট, যশোরের নওয়াপাড়া, ফেনীর সোনাগাজী, নোয়াখালীর কবিরহাট, চট্টগ্রামের বোয়ালখালী, কক্সবাজারের মহেশখালী ও চকরিয়া।

এদিকে এরই মধ্যে বিনা প্রতিদ্ব›িদ্বতায় আওয়ামী লীগের ৪৪ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। ১৬১ ইউনিয়নে ভোট হওয়ার কথা থাকলেও উচ্চ আদালতের নির্দেশনায় একটিতে ভোট স্থগিত করা হয়েছে। এবারও দলীয় প্রতীকে নির্বাচন হলেও ভোটে আনুষ্ঠানিকভাবে অংশ নিচ্ছে না বিএনপি।