হোগলা পাতায় ঘুরছে ভাগ্যের চাকা

হোগলা পাতায় ঘুরছে ভাগ্যের চাকা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

হোগলা পাতা ফিরিয়েছে নোয়াখালীর অবহেলিত দরিদ্র নারীদের ভাগ্য। হোগলা পাতার চাষের আয় থেকে এই জনপদের কর্মসংস্থানবিহীন নারীরা এখন আত্মপ্রত্যয়ী। হোগলা পাতা থেকে তৈরি বিভিন্ন সামগ্রী রপ্তানি হচ্ছে বিদেশেও।

অবহেলীত জনপদ নোয়াখালী সদর উপজেলার পশ্চিমাঞ্চলের খলিফারহাট,উদয়সাধুরহাট, দাদপুর,কালাদরাফসহ বিস্তির্ন এলাকা। একমাত্র হোগলাপাতাই এখানকার কৃষকদের একমাত্র উপজীব্য।সার, কীটনাশক ছাড়াই হোগলাপাতা চাষ করা যায়। জলাবদ্ধ এবং পতিত জমিতে অনায়াসেই চাষ করা যায় এইপাতা। বর্ষায় কোমরপানিতেও নষ্ট হয়না এপাতা বা চারা।

বছরের ৬থেকে৮মাসের জন্য পরিবারের কর্তারা বিভিন্ন কাজে বাড়ি ছেড়ে চলে যান দূর দূরান্তে। এ সময় এই হোগলাপাতার পাটি, রশিসহ বিভিন্ন পন্য তৈরি করে সংসারকে স্বাবলম্বী করে তুলছেন এখানকার নারীরা।

ঢাকাসহ দেশের বিভিন্ন কুঠির শিল্প প্রতিষ্ঠান হোগলাপাতার রশি কিনে বিভিন্ন ধরনের শো-পিসও আসবাবপত্র তৈরি করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করছে। এতে লাভবান হচ্ছেন ব্যবসায়ীরাও। এই শিল্পকে আরো উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্পের কর্মকর্তারা।