হাত মেলালেন মোদী-মনমোহন!

হাত মেলালেন মোদী-মনমোহন!

শেয়ার করুন

Narendra Modi, Manmohan Singh

নিজস্ব প্রতিবেদক

দু’দিন আগের তিক্ততা ভুলে সংসদ ভবনের বাইরে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং হাত মেলালেন। বুধবার সকালে এই হাত মেলানোর দৃশ্য দেখেন সোনিয়া ও রাহুল গান্ধি, সুষমা স্বরাজ, রাজনাথ সিং-সহ কংগ্রেস ও বিজেপির নেতামন্ত্রীরা।

২০০১ সালের এই দিনেই সংসদে জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছিল ৯ জন পুলিশ ও নিরাপত্তারক্ষীর। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ দিন সংসদ ভবনে জমায়েত হয়েছিল শাসক ও বিরোধী শিবির।

সম্প্রতি গুজরাট ভোটে পাকিস্তানকে টেনে এনে কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিযোগ ছিল, মণিশঙ্কর আইয়ারের বাড়িতে পাকিস্তানের লোকেদের সঙ্গে গোপন বৈঠক সেরেছে কংগ্রেস।

এই ঘটনায়, কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা কালি ছিটানোর প্রতিবাদে মোদীকে ‘ক্ষমা’ চাইতে বলে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন মনমোহন সিংহ।