স্বাধীনতার পক্ষে রায় দিল কুর্দিস্তান

স্বাধীনতার পক্ষে রায় দিল কুর্দিস্তান

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

কুর্দিস্তানের স্বাধীনতার দাবিতে সোমবার অনুষ্ঠিত গণভোটে স্বাধীনতার পক্ষে রায় দিয়েছে কুর্দির জনগণ। তুরস্ক ও ইরানের মতো প্রভাবশালী আঞ্চলিক দেশগুলোর চাপ উপেক্ষা করে ২৫ সেপ্টেম্বর কুর্দিস্তানের স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়।

মোট ৫২ লাখ ভোটারের ৭২ শতাংশই ভোটাভুটিতে তাদের রায় দেন বলে জানায় নির্বাচন কমিশন। মঙ্গলবার হায়দার আল আবাদি কুর্দিদের হুঁশিয়ার করে বলেন, কুর্দিস্তান সরকার যদি কেন্দ্রীয় সরকারের কাছে সীমান্ত চৌকিগুলোর নিয়ন্ত্রণ হস্তান্তর না করে তাহলে ইরাকি কুর্দিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়া হবে।

তার ওই হুঁশিয়ারির কিছু সময় পরই কুর্দিশ নেতা মাসুদ বারজানি দাবি করেন, গণভোটে জনগণ কুর্দিস্তানের স্বাধীনতার পক্ষে রায় দিয়েছে।