স্বর্ণ জিতেই চলছেন হাঙ্গেরির হোজ্জু

স্বর্ণ জিতেই চলছেন হাঙ্গেরির হোজ্জু

শেয়ার করুন

 

স্পোর্টস ডেস্ক :

রিও অলিম্পিকে মেয়েদের সাঁতারে একের পর এক স্বর্ণ জিতে চলেছেন হাঙ্গেরির ক্যাতিনকা হোজ্জু। এই ইভেন্টে ৩টি স্বর্ণ জিতে এরইমধ্যে রেকর্ডেরও কাছাকাছি পৌঁছে গেছেন তিনি।

গেমসের চতুর্থ দিনে ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ২ মিনিট ৬ দশমিক পাঁচ আট সেকেন্ড সময় নিয়ে অলিম্পিক রেকর্ড গড়েন হোজ্জু। এর আগে গেমসের প্রথম দিন ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে ও তৃতীয় দিন ১০০ মিটার ব্যাকট্রোকে সোনা জেতা এই সাঁতারু। হোজ্জু ব্যাকস্ট্রোকে স্বর্ণ জিতেছেন ৫৮ দশমিক চার পাঁচ সেকেন্ড সময়ে। ব্যক্তিগত আরেকটি ইভেন্ট ২০০ মিটার ব্যাকস্ট্রোকে অংশ নেবেন তিনি। স্বর্ণ জিততে পারলে তিনি স্পর্শ করবেন এক ইভেন্টে ৪টি ব্যক্তিগত স্বর্ণজয়ী একমাত্র নারী সাঁতারু ক্রিস্টিন অটোকে।

১৯৮৮ সালে সিউল অলিম্পিকে এই রেকর্ড গড়েছিলেন পূর্ব জার্মানির এই তারকা সাঁতারু। গেলো ৩টি অলিম্পিকে খালি হাতে ফেরা ক্যাতিনকা হোজ্জু রিও অলিম্পিকে বাজিমাত করেছেন।