সেবার হার বাড়লেও কমেনি মাতৃমৃত্যুর হার

সেবার হার বাড়লেও কমেনি মাতৃমৃত্যুর হার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্র থেকে সেবা নেয়ার হার বাড়লেও, মাতৃমৃত্যুর হার না কমে বরং বেড়েছে। সন্তান প্রসব-পরবর্তী জটিলতায় প্রতি বছর লাখে ১৯৬ জন নারী মারা যান, ২০১০ সালে এই হার ছিল ১৯৪ জন। বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মাতৃমৃত্যু ও স্বাস্থ্যসেবা জরিপ-২০১৬’র ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

জরিপের ফলাফলে দেখা যায় এখনো মোট প্রসবের অর্ধেকের বেশি হয় বাড়িতে। প্রসবের সময় রক্তক্ষরণ ও একলাম্পশিয়ার কারণে মারা যান ৫৫ শতাংশ প্রসুতি মা।

এদেশে সিজারিয়ান অপারেশন হয় বছরে ১০ লাখ, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত হারের দ্বিগুণেরও বেশি। বেশিরভাগ স্বাস্থ্যকেন্দ্রেই মানসম্মত মাতৃস্বাস্থ্য সেবা মেলে না। জরিপের তথ্য বিশ্লেষণ করে বক্তারা জানান, স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ২৪ ঘন্টা সেবাকর্মী থাকলে, মাতৃমৃত্যু কমানো সম্ভব।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক জানান, যেসব হাসপাতাল, ক্লিনিকে প্রসূতিসেবার প্রয়োজনীয় উপাদানের সংকট রয়েছে, সেগুলো বন্ধ করে দেয়া হবে।