সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আন্দোলনের হুমকি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আন্দোলনের হুমকি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

নিম্ন আদালতের বিচারকদের আচরণ ও শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস শৃঙ্খলা বিধিমালা ২০১৭’ আগামী ৭ জানুয়ারির মধ্যে আবারো প্রকাশ করা না হলে আন্দোলনের হুমকি দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবাদ সম্মেলনে এ দাবি জানান সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। এই বিধিমালায় রাষ্ট্রপতির ক্ষমতা বহাল রাখা হয়েছে।

মাসদার হোসেন মামলায় রায়ের আপিল বিভাগের দেয়া নির্দেশনার আলোকে এটি হয়নি। আইনজীবী সমিতির সভাপতি আরো বলেন, এই বিধিমালায় সরকার বিচার বিভাগীয় কর্মকর্তাদের সব ধরণের স্বাধীনতা খর্ব করেছে।

বিচারকদের সব ধরণের গতিবিধি নিয়ন্ত্রণের সুযোগ রাকা হয়েছে এই বিধিমালায়। এই বিধিমালায় সুপ্রিম কোর্টের কোনো ভূমিকা বা গুরুত্ব রাখা হয়নি বলেও দাবি করা হয় আইনজীবী সমিতির পক্ষ থেকে।