সিলেটে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

সিলেটে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

শেয়ার করুন

BFF-2নিজস্ব প্রতিবেদক :

আজ সিলেটে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। লাওসের সাথে স্বাগতিক বাংলাদেশের ম্যাচ দিয়ে উদ্বোধন হচ্ছে টুর্নামেন্টের। এই টুর্নামেন্টের সাফল্যে বিগত সাফ ফুটবলের ব্যর্থতা ভুলতে চায় বাংলাদেশ।

অবশেষে আবারো মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ। এবার ভিন্ন উদ্যোগ বাফুফের, ফাইনাল বাদে সব ম্যাচই হবে ঢাকার বাইরে। ৬ দেশের অংশগ্রহণের এই আসরের উদ্বোধনী ম্যাচেই নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। সিলেট জেলা স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ লাওস।

সবার লক্ষ্যই শিরোপায়।  সাথে আগামী এশিয়ান কাপ প্রস্তুতিটাও ভালোভাবে সেরে নেয়া, রোববারের সংবাদ সম্মেলনে  প্রত্যেক দলের প্রতিনিধিরা তাই বলতে চাইলেন।

টুর্ণামেন্টে বাংলাদেশকে ফেভারিট বললে ভুল হবে না। যদিও স্বাগতিক হওয়ার চাপ সামলে দলের লক্ষ্য চ্যাম্পিয়ন হয়ে সাফের ব্যর্থতা ঘোচানো।

এদিকে নিজেদের মাঠে আর্ন্তজাতিক ম্যাচের জন্য অপেক্ষা সিলেটের দর্শকদের। আয়োজকরা জানালেন ফুটবলপ্রিয় সিলেটে দর্শকের উপচে পড়া সমাগমকে চিন্তায় রেখেই চলছে প্রস্তুতি।

সিলেটে গ্রুপ পর্বের ৬ ম্যাচ শেষে কক্সবাজারে সেমিফাইনাল; তারপর ১২ অক্টোবর ঢাকায় হবে শিরোপা লড়াই। টুর্ণামেন্টের অন্য দলগুলো হচ্ছে ফিলিস্তিন, নেপাল, ফিলিপাইন ও তাজিকিস্তান।