সিনসিনাটি ওপেনে চ্যাম্পিয়ন বুলগেরিয়ান তারকা গ্রিগর

সিনসিনাটি ওপেনে চ্যাম্পিয়ন বুলগেরিয়ান তারকা গ্রিগর

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

নিক কিরগিয়োসকে হারিয়ে সিনসিনাটি ওপেনের শিরোপা জিতলেন বুলগেরিয়ান টেনিস তারকা গ্রিগর দিমিত্রোভ। আর নারী এককে শিরোপা ঘরে তুলেছেন গারবিন মুগুরুজা। উইম্বলডন চ্যাম্পিয়ন সিমোনা হালেপকে হারিয়ে সিনসিনাটি ওপেনের মুকুট পড়েন মুগুরুজা।

ইউএস ওপেনের জন্য ভালো প্রস্তুতি, সঙ্গে এটিপি মাস্টার্সের ১হাজারতম ম্যাচে জয়ের রেকর্ড। এমন সমীকরণ মাথায় রেখে সিনসিনাটি ওপেনের ফাইনালে নিক কিরগিয়োসের মুখোমুখি দিমিত্রভ।

টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছেন কিরগিয়োস। কেননা কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছাই রাফায়েল নাদালকে হারিয়ে ফাইনালে পা রাখেন তিনি। স্বভাবতই অস্ট্রেলিয়ানদের প্রত্যাশার পারদও ছিলো তুঙ্গে। তবে তাদের স্বপ্ন পুরণে বাধা হয়ে দাড়ান দিমিত্রভ।

কৃত্রিম কোর্টে শুরু থেকেই নিজের ছন্দ ধরে রাখেন দিমিত্রভ। প্রথম সেট ৬-৩ গেমে জিতে কিরগিয়োসকে পেছনে ফেলেন তিনি। পরের সেটে প্রতিরোধ গড়েন কিরগিয়োস। প্রথম পাঁচ গেমে সমানতালে লড়েন এ অস্ট্রেলিয়ান। তবে টাইব্রেকে কিরগিয়োসকে হারিয়ে ক্যারিয়ারের ৭ম শিরোপা ঘরে তুললেন দিমিত্রভ। এটিপি মাস্টার্সের প্রথম কোন শিরোপা জয়ে উচ্ছসিত দিমিত্রভ।

এদিকে টেনিস কোর্টে দুর্দান্ত পার্ফরমেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন গার্বিন মুগুরুজা । সেমিতে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ক্যারোলিন প্লিস্কোভাকে হারিয়ে, যুক্তরাষ্টের কোন টুর্নামেন্টে এবারই প্রথম ফাইনালে উঠেন তিনি।

ফাইনালে শক্ত প্রতিপক্ষ উইম্বল্ডন জয়ী সিমোনা হালেপকে উড়িয়ে দিয়েছেন মুগুরুজা। ৬-১ ও ৬-০ সেটে হালেপকে গুরিয়ে দিয়ে, সিনসিনাটি ওপেনের প্রথম শিরোপা জিতলেন স্প্যানিশ তারকা।