সিঙ্গাপুরে চিকিৎসা শেষে কানাডায় প্রধান বিচারপতি

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে কানাডায় প্রধান বিচারপতি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে কানাডার টরেন্টোর উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। স্থানীয় সময় সকাল আটটার একটি ফ্লাইটে তিনি রওনা হন। প্রধান বিচারপতি আজকের তারিখ পর্যন্ত ছুটি নিয়ে গত ১৩ অক্টোবর রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন। সেখান থেকে পরে সিঙ্গাপুর যান।

দেশ ছাড়ার পরদিন সুপ্রিম কোর্ট থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, বিচারপতি সিনহার বিরুদ্ধে দুর্নীতি, বিদেশে অর্থ পাচার, নৈতিক স্খলনসহ ১১টি অভিযোগ রয়েছে।

আপিল বিভাগের ৫ বিচারপতি এসব অভিযোগের বিষয়ে প্রধান বিচারপতির গ্রহণযোগ্য ব্যাখ্যা বা সদুত্তর পাননি। অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত তাদের প্রধান বিচারপতির সঙ্গে একই বেঞ্চে বসে বিচার কাজ করা সম্ভব নয় বলে ওই বিবৃতিতে জানানো হয়েছিল। সুপ্রিম কোর্টের ইতিহাসে এর আগে কোন প্রধান বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেনি।

প্রধান বিচারপতির অবসরে যাওয়ার দিন ধার্য রয়েছে আগামী ৩১ জানুয়ারি।