সারাদেশে লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন

সারাদেশে লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

সারা দেশেই অসহ্য গরম। সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং। বিপর্যস্ত জনজীবন। সিলেটে প্রতিদিন ব্যাপক লোডশেডিং হচ্ছে । বিশেষ করে সন্ধ্যার পর বাড়তে থাকে। আর ঝড়বৃষ্টি হলে তো কথাই নেই।

কী বলছে স্থানীয় বিদ্যুৎ বিতরণ বিভাগ?। গাজীপুরে দীর্ঘদিন ধরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এবং লোডশেডিংয়ের কারণে বিপর্যস্ত জনজীবন । অন্যদিকে ব্যহত হচ্ছে কল-কারখানার উৎপাদন। লোডশেডিংয়ের কারণে খামারে মুরগী মারা যাওয়ায়, ব্যাপক লোকশানের মুখে খামারিরা।

শুষ্ক মৌসুমে পানি কমে গেছে রাঙামাটির কাপ্তাই হ্রদে। এ কারণে, সন্ধ্যায় পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে ৪টি বন্ধ রেখে, একটি ইউনিট দিয়ে কাজ চালানো হয় । ফলে জেলায় বেড়েছে লোডশেডিং।

প্রচন্ড গরম আর দুই মাস ধরে চলা বিদ্যুতের লোডশেডিংয়ে বিপাকে মেহেরপুরবাসী । ২৪ ঘন্টায় বিদ্যুৎ কখনো এলে আধাঘন্টার বেশি স্থায়ী হয় না বলে অভিযোগ স্থানীয়দের। হাসপাতাল, ক্লিনিক ও শিক্ষা প্রতিষ্ঠানের দুর্ভোগ এখন চরমে।

শরীয়তপুরে বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত । এতে ব্যহত হচ্ছে জেলার ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের লেখাপড়াসহ অন্যান্য কার্যক্রম।