সাভারে তিতাসের অভিযান, তিনশো অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সাভারে তিতাসের অভিযান, তিনশো অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

শেয়ার করুন

savar

।। সাভার প্রতিনিধি ।। 

সাভারে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক কিলোমিটার ব্যাপী অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। বৃহস্পতিবার সকালে পরিচালিত অভিযানে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বাঁশবাড়ি ক্লাব মাঠ মোড় শ্যামপুর এলাকার আনুমানিক ৩০০ বাসাবাড়িতে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়।
এ ব্যাপারে প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম জানান, সকাল থেকে শুরু করে তেঁতুলঝোড়া ইউনিয়নের বাঁশবাড়ি ও শ্যামপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে একটি অবৈধ চক্র তিতাসের মূল সরবরাহ লাইন থেকে অবৈধ এবং ঝুঁকিপূর্ণ ভাবে নিম্নমানের পাইপ ও ফিটিংস ব্যবহার করে বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেয়া হয়েছে। এগুলো বিচ্ছিন্ন করা হয়েছে।
এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযান চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিল।