সাগরে অবরোধ আসলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব: উত্তর কোরিয়া

সাগরে অবরোধ আসলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব: উত্তর কোরিয়া

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

কোরীয় উপসাগরে যুক্তরাষ্ট্রের যেকোনো অবরোধে উপযুক্ত জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। কোরীয় উপসাগরে যুক্তরাষ্ট্র নতুন করে অবরোধ আরোপ করতে যাচ্ছে বলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর, এই হুঁশিয়ারি দিলো পিয়ংইয়ং।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর থেকেই, পিয়ংইয়ং-ওয়াশিংটনের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েক দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর ট্রাম্প হুঁশিয়ারি দেন, পরমাণু কর্মসূচি বন্ধ না করলে, উত্তর কোরিয়াকে পুরোপুরি ধ্বংস করা হবে।

সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া চালিয়ে শক্তি প্রদর্শনও করে যুক্তরাষ্ট্র। তবে গত বুধবার এক সাক্ষাতকারে, নিজেদের বাক পরিবর্তন করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তত আছে যুক্তরাষ্ট্র।

এ বিষয়টিকে স্বাগত জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উত্তর কোরিয়া ইস্যুতে শুক্রবার নিরাপত্তা পরিষদে জরুরী এক বৈঠকে বসছে। এতে সভাপতিত্ব করবেন টিলারসন।