সাকার রায় ফাঁসের মামলার রায় ১৪ আগস্ট

সাকার রায় ফাঁসের মামলার রায় ১৪ আগস্ট

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁসের মামলার রায়ের জন্য আগামী ১৪ আগস্ট দিন রেখেছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলম আসামিদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন ঠিক করেন।

মামলার বিচারকাজ চলাকালে ২৫ জন সাক্ষির মধ্যে ২১ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। এদিন, জামিনে থাকা আসামি ব্যারিস্টার একেএম ফখরুল ইসলাম, মাহবুবুল আহসান, ফারুক আহমেদ ও নয়ন আলীর জামিন বাতিল করে তাদেরকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। তবে সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরীর জামিন বহাল রেখেছেন ট্রাইব্যুনাল।

এদিকে, সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছেন তাদের আইনজীবীরা।