সমাবেশে গুলিবিদ্ধ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

সমাবেশে গুলিবিদ্ধ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন

162474093_REUTERS_FILE-PHOTO-Pakistan27s-Interior-Minister-Ahsan-Iqbal-speaks-to-media-outside-th-xlarge_trans_NvBQzQNjv4BqFuulG6hpZ0zC7BSnpfZZHOEiQatAHl5h8q8rV2aRBCs

ডেস্ক রিপোর্ট:

অজ্ঞাত বন্দুকধারীর চালানো হামলায় গুলিবিদ্ধ হয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল । রোববার পাঞ্জাবে নির্বাচনী প্রচারণা থেকে বিদায় নেয়ার সময় তার ওপর ওই বন্দুক হামলা চালানো হয়।

আলজাজিরা জানায়, নিজের জন্মস্থান নারোয়াল জেলায় নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন ইকবাল। প্রচারণা শেষ করে গাড়িতে ওঠার সময় তাকে লক্ষ্য করে কয়েক দফা গুলি ছুড়ে এক তরুণ।

একটি গুলি তার কাঁধে এসে লাগে। আহত অবস্থায় তাকে স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে লাহোরে নিয়ে যাওয়া হয় তাকে। বর্তমানে তিনি লাহোরে চিকিৎসাধীন আছেন।

ইকবালের ছেলে আহমাদ ইকবাল জানিয়েছেন, তার বাবা এখন সুস্থ আছেন। ঘটনাস্থল থেকে একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।