সব জল্পনার অবসান ঘটিয়ে হাথুরুকে শ্রীলংকার কোচ ঘোষণা

সব জল্পনার অবসান ঘটিয়ে হাথুরুকে শ্রীলংকার কোচ ঘোষণা

শেয়ার করুন

hathuresingheডেস্ক রিপোর্ট:

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ নিযুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সদ্য সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বৃহস্পতিবার লঙ্কান বোর্ডের সঙ্গে তাঁর নতুন চুক্তি সাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কার দৈনিক দ্য মিরর।

২০ ডিসেম্বর ভারতের মাটিতে টি-২০ সিরিজ দিয়েই নতুন কার্যক্রম শুরু হবে হাথুরুসিংহের। নতুন দায়িত্বে পারিশ্রমিক হিসাবে তিনি পাবেন প্রতি মাসে ৪৩ লাখ শ্রীলঙ্কান রুপি। যা এখনও পর্যন্ত কোন শ্রীলঙ্কান কোচের সর্বোচ্চ।

২০০৯ সালে শ্রীলঙ্কা জাতীয় দলের ছায়া কোচ থাকা হাথুরুকে বাদ দেয় তখনকার কমিটি। যদিও সাঙ্গাকারা তাঁকে কোচ হিসাবে পেতে আগ্রহী ছিলেন। শ্রীলঙ্কার এই সাবেক ওপেনার ২০১৪ সাল থেকে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের দায়িত্বে। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তাঁর চুক্তি থাকলেও সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে মনোমালিন্যের কারণে দেশে ফিরে গিয়ে তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দেন।

হাথুরুর অধীনে ঘরের মাটিতে ওয়ানডেতে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারায় বাংলাদেশ। টেস্টে জেতে ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালও খেলে।