সপরিবারে ফ্রান্সে যাচ্ছেন সাদ হারিরি!

সপরিবারে ফ্রান্সে যাচ্ছেন সাদ হারিরি!

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ফ্রান্সে যাচ্ছেন সৌদি আরবে গৃহবন্দি থাকা লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। বৃহস্পতিবার হারিরির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবরটি প্রকাশ করেছে। এতে বলা হয়, প্যারিস হয়ে সাদ হারিরি বৈরুতে ফিরে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র প্রেসিডেন্টের কাছে দাখিল করবেন। বলে জানা গেছে।

গত ৪ নভেম্বর সৌদি আরব থেকে দেওয়া এক টেলিভিশন ভাষণে পদত্যাগের ঘোষণা দেন হারিরি। হারিরির ঘনিষ্ঠ সূত্র জানায়, পরিবার নিয়ে ফ্রান্স যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউন এক টুইট বার্তায় জানান, ফ্রান্স যাওয়ার আমন্ত্রণ গ্রহণের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক সংকটের সমাধান হবে বলে তিনি আশাবাদী। তিনি লিখেন, প্রধানমন্ত্রী হারিরির বৈরুত ফেরার অপেক্ষায় আছেন। এর আগে প্রেসিডেন্ট জানিয়েছিলেন, বৈরুতে না ফিরলে হারিরির পদত্যাগপত্র তিনি গ্রহণ করবেন না।

বুধবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এক বিবৃতিতে, হারিরিকে স্বপরিবারে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানান।