‘শেরিফ জোয়েকে ক্ষমা ট্রাম্পের ভুল সিদ্ধান্ত’

‘শেরিফ জোয়েকে ক্ষমা ট্রাম্পের ভুল সিদ্ধান্ত’

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের  রিপাবলিকানপন্থি স্পিকার পল রায়ান বলেন, বিতর্কিত শেরিফকে ক্ষমা করে দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভুল করেছেন।

রয়টার্স জানায়, অ্যারিজোনা অঙ্গরাজ্যের সাবেক শেরিফ জোয়ে আরপাইয়ো বর্ণবাদ ও ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়েছেন। গত মাসে তার বিরুদ্ধে রায় দেয় মার্কিন আদালত। তিনি কট্টর অভিবাসনবিরোধী এবং প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সমর্থন জানিয়েছিলেন।

স্পিকার পল রায়ান এক বিবৃতিতে বলেন, প্রত্যেক মার্কিন নাগরিকের মর্যাদা রক্ষা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। কিন্তু শেরিফকে ক্ষমা করার মাধ্যমে ট্রাম্প ওই দায়িত্বশীলতাকে শেষ করে দিয়েছেন বলে মন্তব্য করেন পল রায়ান।