লুইস-আফ্রিদির নৈপুণ্যে ঢাকার বড় জয়

লুইস-আফ্রিদির নৈপুণ্যে ঢাকার বড় জয়

শেয়ার করুন

23621686_1758472280891733_6412702106305734227_nস্পোর্টস ডেস্ক :

বিপিএলে দিনের প্রথম ম্যাচে লুইসের ব্যাটিংয়ের পর আফ্রিদির ব্যাটিং নৈপুণ্যে রাজশাহী কিংসকে ৬৮ রানে হারিয়েছে ঢাকা ডায়নামাইটস। ২০২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩৩ রানে অলআউট হয় রাজশাহী।

বড় টার্গেটে খেলতে নেমে শুরুতে হোঁচট খায় রাজশাহী। আবু হায়দার রনির বলে শূন্য রানে ফিরে যান রনি তালুকদার। এর পর ৬ রানে বিদায় নেন সামিত প্যাটেল। আফ্রিদির বলে রনির হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল।  আর ৩৬ করা জাকিরকেও ফেরান আফ্রিদি। তার কিছুক্ষণ পরই আবু হায়দারের অসাধারণ ক্যাচে মুশফিক ফিরে গেলে ম্যাচ থেকে ছিটকে যায় রাজশাহী। ১০ বল বাকি থাকতে ১৩৩ রানে অল আউট হয় ঢাকা। আফ্রিদি নেন ৪ উইকেট।
23559945_1758345527571075_1641196822937313178_n
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামে ঢাকা। উদ্বোধনী জুটিতেই আসে ৫৩। অর্ধশত তুলে নেন ওপেনার এভিন লুইস। তিনি ফেরেন ৬৫ করে। শেষে পোলার্ডের ২৫ বলে অপরাজিত ৫২ রানের সুবাদে ২০১ রানের পুজি পায় ঢাকা।