লন্ডনে পাতাল রেলে বিস্ফোরণে কয়েকজন অগ্নিদগ্ধ

লন্ডনে পাতাল রেলে বিস্ফোরণে কয়েকজন অগ্নিদগ্ধ

শেয়ার করুন

Britain Subway Incidentডেস্ক রিপোর্ট:

দক্ষিণ-পশ্চিম লন্ডনে পাতাল রেলে বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন যাত্রী অগ্নিদগ্ধ হয়েছেন। লন্ডনের পারসন গ্রিন আন্ডারগ্রাউন্ড স্টেশনে অবস্থান করা একটি ট্রেনের পেছনের দিকে একটি সাদা কন্টেইনারে, হঠাৎ করেই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কয়েকজন যাত্রীর মুখ দগ্ধ হয়।

খবর পেয়ে জরুরী ব্যবস্থাপনা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। ছুটে যায় অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন উদ্ধারকারী দলের সদস্যরা। বিস্ফোরণের পর স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের প্রতি অন্য স্টেশন ব্যবহারের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনটির পেছনের অংশ ধোঁয়ায় ভরে উঠার ওপর যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি করে। নিরাপত্তার কথা ভেবে ইয়ার্লস কোর্ট ও উইম্বলডনের মধ্যে চলাচলের ডিস্ট্রিক্ট লাইন বন্ধ ঘোষণা করা হয়। তবে আগুন বা বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।