লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত এক ডাকাত

লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত এক ডাকাত

শেয়ার করুন

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মুক্তারপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে সালাউদ্দিন নামে এক ডাকাত নিহত হয়েছে। নিহত ডাকাত নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোর্ট গ্রামের মৃত হারেজ মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার ভোররাতে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার ভোররাত (৩টায়) রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের মুক্তারপুর এলাকার খলিল চেরাঙ্গ বাড়ীর মৃত আমির হোসেনের বাড়িতে ঘরের জানালার গ্রিল কেটে ভিতরে ডুকে ডাকাতরা। এসময় তাদের শোর-চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে ডাকাত সালাউদ্দিনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়। এসময় অন্য ডাকাতরা পালিয়ে যায়।

পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন জানান, নিহত সালাউদ্দিনের বিরুদ্ধে চাটখিল থানায় ৪টি ও কুমিল্লার মনোহরগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা রয়েছে। সে চাটখিলের পুলিশের তালিকাভুক্ত ডাকাত। এছাড়া বন্দুকযুদ্ধে নিহত ডাকাত খোরশেদ আলমের অন্যতম সহযোগী বলেও দাবী করেন তিনি। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।