রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে ব্রিফ করা হয়েছে ওআইসি প্রতিনিধি দলকে

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে ব্রিফ করা হয়েছে ওআইসি প্রতিনিধি দলকে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন দাতাসংস্থার প্রতিনিধিরা রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে ওআইসি প্রতিনিধি দলকে ব্রিফ করেছেন। কক্সবাজারের কলাতলীর লংবিচ হোটেলে প্রতিনিধিদলের সঙ্গে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন ও আন্তর্জাতিক সংস্থা ব্রিফিংয়ে অংশ নেন প্রতিনিধিরা।

এর আগে সকাল পৌনে ৯টার দিকে রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা সরেজমিনে দেখতে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) এর প্রতিনিধি দল কক্সবাজারে পৌঁছান।

ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশ নিতে আসা ৩৮ দেশের মন্ত্রী ও ৮ পররাষ্ট্র সচিবসহ ৫৮ দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি রয়েছেন এই দলে। ব্রিফিং শেষে প্রতিনিধিদল উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেছেন।

ক্যাম্প পরিদর্শন শেষে প্রতিনিধিদলের স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও উন্নয়ন কর্মীদের পাশাপাশি সংবাদ কর্মীদের সঙ্গে কথা বলার কথা রয়েছে। বিকেলে তারা ঢাকায় ফিরে আসবেন।