‘রোহিঙ্গা নির্যাতনে জড়িতদের ওপর নিষেধাজ্ঞা আরোপের কাজ চলছে’

‘রোহিঙ্গা নির্যাতনে জড়িতদের ওপর নিষেধাজ্ঞা আরোপের কাজ চলছে’

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর বর্বর নির্যাতনের জন্য দায়ীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের কাজ চলছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

রয়টার্স জানায়, এরই মধ্যে দায়ী এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে, সম্ভাব্য আরও কয়েকজনের ভুমিকাও খতিয়ে দেখা হচ্ছে।

মিয়ানমার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কথা বলতে গিয়ে শুক্রবার জাতিসংঘে সাংবাদিকদের এসব জানান টিলারসন । রাখাইনে মিয়ানমার বাহিনীর নির্যাতনে চলতি বছর অগাস্ট থেকে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা নিজ এলাকা ছেড়ে বাংলাদেশে পালিয়ে এসেছে। গত মাসে টিলারসন বলেছিলেন ওয়াশিংটন দায়ীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি চিন্তা করছে।

তবে এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসন প্রথম পর্যায়ে সীমিত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। মিয়ানমার কর্তৃপক্ষের ওপর চাপ বাড়ানোর লক্ষ্যে এ ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র, তবে এ নিষেধাজ্ঞায় সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বের অন্তর্ভুক্তির সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তারা।