রোহিঙ্গা নির্যাতনের প্রাথমিক তদন্ত শুরু করেছে আইসিসি

রোহিঙ্গা নির্যাতনের প্রাথমিক তদন্ত শুরু করেছে আইসিসি

শেয়ার করুন

রোহিঙ্গাবিশ্বসংবাদ ডেস্ক :

রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নির্যাতন-নিপীড়নের ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি। এর মাধ্যমে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হওয়ার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। যাদের হাতে রোহিঙ্গাদের নির্যাতনের গুরুতর অভিযোগ রয়েছে।

আইসিসির প্রসিকিউটর ফাতো বেনসুদা মঙ্গলবার জানান, তিনি প্রাথমিক তদন্তের কাজটি সম্পূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে। তার মতে, প্রাথমিক এই তদন্ত পরবর্তীতে আনুষ্ঠানিক তদন্তের ক্ষেত্রে অনেক কাজে আসবে। যেখানে রোহিঙ্গাদের ওপর চালানো নিপীড়ন, মানবাধিকার লঙ্ঘন, হত্যা, যৌন নির্যাতন এবং জোর করে তাড়িয়ে দেয়ার বিষয়টি স্পষ্ট করার দিকে মনোযোগ দেয়া হবে।

গত মাসে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের একটি প্রতিবেদন প্রত্যাখান করেছে মিয়ানমার সেনাবাহিনী। যে প্রতিবেদনে, রোহিঙ্গা নির্যাতনে সরাসরি জড়িত কয়েকজন জেনারেলের বিরুদ্ধে তদন্তপূর্বক পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে। এরপর দেয়া এক বিবৃতিতে মিয়ানমার বলেছে, তাদের অভিযোগ খতিয়ে দেখা এবং বিচার প্রক্রিয়া এগিয়ে নেয়ার এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ আদালতের নেই।