রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে সরকার

রোহিঙ্গা ক্যাম্পে জন্ম নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে সরকার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে সচেতন করতে কাজ শুরু করেছে সরকার। বেসরকারি মেডিকেল ক্যাম্পগুলোতে পরিচালিত হচ্ছে সচেতনতামূলক কর্মসূচি। রোহিঙ্গা নারীরা জন্ম নিয়ন্ত্রণে গ্রহণ করছে বিশেষ পদ্ধতি।

কারো ঘরে ৮ জন ছেলে-মেয়ে। আবার কারো ১০ কিংবা ১১ জন।

জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে একেবারেই অজ্ঞ উখিয়া-টেকনাফে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠী। বাংলাদেশে এসে তারা প্রথম জানতে পারে জন্ম নিয়ন্ত্রণের বিষয়টি। জাতিসংঘের হিসাবে, প্রায় ৭ লাখ রোহিঙ্গাদের বড় একটি অংশ নারী। এখানে আসা ২০ হাজার গর্ভবতী নারীর মধ্যে ইতোমধ্যেই সন্তান জন্ম দিয়েছেন ৯১১ জন।

উখিয়ার বালুখালী, পালংখালী, থ্যাইংখালী, কুতুপালং এবং টেকনাফের রোহিঙ্গা শিবিরে নারীদের জন্ম নিয়ন্ত্রণে সচেতন করতে পরিচালনা করা হচ্ছে বিশেষ কর্মসূচি। এরফলে জন্ম নিয়ন্ত্রণে আগ্রহী হয়ে উঠছে নারীরা। জন্ম নিয়ন্ত্রণে রোহিঙ্গাদের সচেতন করে তুলতে না পারলে রোহিঙ্গাদের এই বিশাল জনগোষ্ঠীর সংখ্যা আরো বেড়ে যাবে। তাই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণে নারীদের উৎসাহিত করা হচ্ছে।