রোহিঙ্গা ইস্যুতে সরকার ব্যর্থ: বিএনপি

রোহিঙ্গা ইস্যুতে সরকার ব্যর্থ: বিএনপি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

রোহিঙ্গা ইস্যুতে চীন-রাশিয়াকে নিজেদের পক্ষে আনতে না পারা সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোহিঙ্গা ইস্যুতে সরকার কূটনৈতিকভাবে এতিম হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপির প্রয়াত নেতা হান্নান শাহের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক স্মরণসভায় দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, চীন ও ভারতের সাথে সুসম্পর্ক নিয়ে এতোদিন সরকারের ফাঁকা বুলি দিয়েছিল সরকার। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোন সাফল্য পায়নি সরকার অভিযোগ করেন তিনি।

এদিকে বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ বৌদ্ধ নাগরিক ঐক্যের নেতাদের সঙ্গে ২০দলীয় জোটের মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপে কূটনৈতিক তৎপরতা জোরদার করা জরুরি।

মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তাদের দল সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস
সভায় বাংলাদেশ বৌদ্ধ নাগরিক ঐক্যের পক্ষ থেকে জানানো হয়, বৌদ্ধ সম্প্রদায়ের ১১ সদস্যের একটি দল রোহিঙ্গা ইস্যুতে সূচি এবং দেশটির সেনা প্রধানের সঙ্গে দেখা করার চেষ্টা করবেন।