রোহিঙ্গা ইস্যুতে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের বৈঠক

রোহিঙ্গা ইস্যুতে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের বৈঠক

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

রোহিঙ্গা সংকট নিয়ে আবারো বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আগামী বৃহস্পতিবার এই বৈঠক অনুষ্ঠিত হবে। যেখানে মিয়ানমারের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য দেবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও অন্য চার সদস্য রাষ্ট্রের অনুরোধে এই বৈঠক হবে।

নিরাপত্তা পরিষদের অস্থায়ী চার সদস্য মিশর, কাজাখস্তান, সেনেগাল ও সুইডেনও এই বৈঠকের অনুরোধ জানায়। বৈঠকের পূর্ব পর্যন্ত রোহিঙ্গা পরিস্থিতির সবশেষ তথ্য নিরাপত্তা পরিষদের বৈঠকে সরবরাহ করা হবে। এর আগে নিরাপত্তা পরিষদের প্রথম বৈঠকে মিয়ানমারে সহিংসতা দ্রুত বন্ধ করার আহ্বান জানানো হয়।

রাখাইনে সহিংসতা শুরুর পর এখন পর্যন্ত ৪ লাখ ৩০ হাজার রোহিঙ্গা মুসলিম নাগরিক পালিয়ে বাংলাদেশে এসেছে। গত সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ মিয়ানমারের সেনা অভিযানকে গণহত্যা বলে মন্তব্য করেন।