রিয়ালের হার, সিটির দাপুটে জয়

রিয়ালের হার, সিটির দাপুটে জয়

শেয়ার করুন

1568840484_950929_1568840806_noticia_normal_recorte1
স্পোর্টস ডেস্ক :

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পরাজয়ের স্বাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে এ গ্রুপের ম্যাচে পিএসজির কাছে ৩-০ গোলে হেরেছে স্প্যানিশ জায়ান্টরা। অপর ম্যাচে ম্যানসিটি ৩-০ গোলে জিতেছে শাখতারের বিপক্ষে। অ্যাথলেটিকো মাদ্রিদ ও জুভেন্টাসের মধ্যকার খেলাটি ২-২ গোলে ড্র হয়। আর বার্য়ান মিউনিখ ৩-০ গোলে হারিয়েছে রেড স্টারকে।

প্যাকেজ: নিষেধাজ্ঞার কারণে দলে নেই, নেইমার। ইনজুরি সমস্যা কিলিয়ান এমবাপে ও এডিনসন কাভানিকে রেখেছে একাদশের বাইরে। মূল তিন জনকে ছাড়াই মাঠে নামে পিএসজি।  তবে তাদের অভাব বুঝতে দেয়নি ডি মারিয়া। ১৪ মিনিটে তার গোলে লিড নেয় পিএসজি।

ব্যবধান দ্বিগুণ করতে বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ৩৩ মিনিটে ডি মারিয়া নিজের ও দলের পক্ষে দ্বিতীয় গোল করেন।
০-২ গোলে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় রিয়াল। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় কাঙ্খিত গোলের দেখা পায়নি জিনেদিন জিদানের দল। উল্টো ইনজুরি টাইমে বেলজিয়ামের ডিফেন্ডার মুনিয়ে গোল করলে ৩-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এদিকে, ‘সি’ গ্রুপে ইউক্রেনের শাখতার দোনেস্ককের বিপক্ষে জয় পেতে বেগ পেতে হয়নি ম্যানসিটিকে। শাখতারের মাঠে তাদের ৩-০ গোলে হারিয়েছে গতবারের সেমি-ফাইনালিস্ট ম্যানচেস্টার সিটি।

‘ডি’ গ্রুপের অপর গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পায়নি আথলেটিকো মাদ্রিদ ও জুভেন্টাসের কেউই। দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ ড্র করে ফিরেছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস।
‘বি’ গ্রুপের ম্যাচে সহজ জয় পেযেছে জার্মান জায়ান্ট বার্য়ান মিউনিখ। নিজেদের মাঠে বায়ার্ন মিউনিখ ৩-০ গোলে হারিয়েছে সার্বিয়ার দল রেড স্টার বেলগ্রেডকে।