রিয়াজ উদ্দিন ফকিরের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার রায় বৃহস্পতিবার

রিয়াজ উদ্দিন ফকিরের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার রায় বৃহস্পতিবার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের ফুলবাড়িয়ার রিয়াজ উদ্দিন ফকিরের বিরুদ্ধে একাত্তরের যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণা হবে আগামীকাল। সকালে, ট্রাইব্যুনাল থেকে জানা যায় আকামীকাল এই রায় দেওয়া হবে। ২০১০ সালে ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে একাত্তরের যুদ্ধাপরাধের বিচার শুরুর পর এটি হবে ৩২তম রায়।

দেশের স্বাধীনতা যুদ্ধের সময় হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও ধর্ষণের মত মানবতাবিরোধী অপরাধের পাঁচটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।এ মামলায় ট্রাইব্যুনাল আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর ঋষিকেষ সাহা।

আসামিপক্ষে ছিলেন আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। আসামি রিয়াজ উদ্দিন ফকির গ্রেপ্তার হয়ে আছেন কারাগারে। ট্রাইব্যুনালের প্রসিকউশনের তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, একাত্তরে রিয়াজ উদ্দিন ফকির ছিলেন আলবদর সদস্য। মুক্তিযুদ্ধের সময় তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।