রিভিউ খারিজ, মীর কাসেমের মৃত্যুদণ্ড বহাল

রিভিউ খারিজ, মীর কাসেমের মৃত্যুদণ্ড বহাল

শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক :

মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাসেম আলির মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হয়ে গেছে। ফলে বহাল থাকলো মৃত্যুদণ্ড। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা’র নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সকাল ৯টায় এ রায় দেন।

এর আগে গত রোববার মীর কাসেমের রিভিউ আবেদনের ওপর শুনানি শেষ হয়। মীর কাসেমের আইনি লড়াইয়ে এটিই ছিলো শেষ ধাপ। অবশ্য ফাঁসি এড়াতে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আলবদর নেতা মীর কাসেমের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিলের পূর্ণাঙ্গ রায় গত ৬ জুন প্রকাশিত হয়।

এরপর তা পুনর্বিবেচনা চেয়ে গত ১৯ জুন আবেদন করেন মীর কাসেম। ২০১২ সালের ১৭ জুন মানবতাবিরোধী অপরাধের মামলায় মীর কাসেমকে গ্রেপ্তার করা হয়। ২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দু’টি অভিযোগে তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড এবং আটটি অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।